ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২৪ মার্চ ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সোহেল মিয়া (৩৫) নামে এক যুবককে হত্যা মামলার প্রধান আসামিকে স্ত্রীসহ গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২৪ মার্চ) দুপুরে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার আড়াইসিধা গ্রামের কাশেম মিয়ার ছেলে খলিল মিয়া (৩৬) ও তার স্ত্রী আকলিমা বেগম (২৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল তার ভাই কাশেম মিয়ার। এরই জের ধরে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি বিকেলে রোকন উদ্দিনের সঙ্গে তার ভাতিজা আলমগীর, খলিল, মাইনুদ্দিন ও রমজানের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর‍্যায়ে রোকন উদ্দিনকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ অবস্থায় রোকন উদ্দিনের ছেলে সোহেল মিয়া বাবার চিৎকার শুনে এগিয়ে আসলে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করা হয়। পরবর্তীতে, পরিবারের লোকজন সোহেলকে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মারা যান।

এ ঘটনায় রোকন উদ্দিন বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২-৩ জনের নামে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকে আসামিরা পালিয়ে যায়। এরপর শনিবার (২৩ মার্চ) বিকেলে সিলেটের জৈন্তাপুর এলাকা হতে প্রধান আসামি খলিল মিয়া ও তার স্ত্রী আকলিমাকে গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল জানান, আসামিদের আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে।

আবুল হাসনাত মো. রাফি/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।