থানায় সাপ আতঙ্ক, সাপুড়ে ডাকলেন ওসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২৫ মার্চ ২০২৪

শরীয়তপুরের সখিপুর থানায় বিষধর সাপ আতঙ্ক দেখা দিয়েছে। একটি সাপ মেরে ফেলা হলেও আরেকটি থানা চত্বরে ঢুকে পড়েছে। সাপ ধরতে সাপুড়ে ডেকেছেন ওসি।

সোমবার (২৫ মার্চ) দুপুরে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান সাপুড়ে ডাকেন সাপ ধরতে।

থানা পুলিশ ও কর্মরত শ্রমিকরা জানান, রোববার (২৪ মার্চ) থানার নতুন ভবন নির্মাণের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি খোঁড়াখুঁড়ির কাজ করছিলেন কয়েকজন নির্মাণশ্রমিক। এসময় মাটির ভেতর থেকে দুটি বিষধর সাপ বের হয়ে আসে। একটি সাপ শ্রমিকরা মেরে ফেললেও অপরটি থানা চত্বরের মধ্যে পালিয়ে যায়। পরে সেই সাপ ধরতে সাপুড়ে ডাকেন ওসি। তবে এখন পর্যন্ত অন্য সাপটি ধরা সম্ভব হয়নি।

ওসি মাসুদুর রহমান বলেন, সখিপুর থানার নতুন ভবন নির্মাণের জন্য যে জায়গাটি নির্ধারণ করা হয়েছে, একসময় তা ঝোপঝাড়ে পূর্ণ ছিল। ওই জায়গাটিতে কাজ করার সময় দুটি সাপ বের হয়ে একটি সাপ থানা চত্বরে ঢুকে পড়ে। পরে সাপটি ধরতে সাপুড়েকে ডাকা হয়।

বিধান মজুমদার অনি/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।