বিএনপির ৫ শতাধিক কারামুক্ত নেতাকর্মীকে ফুলের মালা দিয়ে বরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৬ মার্চ ২০২৪

পাবনায় বিএনপির ইফতার মাহফিলে পাঁচ শতাধিক কারামুক্ত নেতাকর্মীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় আলহাজ আহেদ আলী বিশ্বাস পলিটেকনিক ইনস্টিটিউটে ইফতার মাহফিলে তাদের বরণ করে নেওয়া হয়।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টুর সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা জেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট শামমুর রহমান শিমুল বিশ্বাস।

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, কে এম আনোয়ারুল হক, সেলিম রেজা হাবিল, কেন্দ্রীয় বিএনপির সদস্য জহুরুল ইসলাম বাবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান, যুগ্ম- আহ্বায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন প্রমুখ।

বিএনপির ৫ শতাধিক কারামুক্ত নেতাকর্মীকে ফুলের মালা দিয়ে বরণ

খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস তার বক্তব্যে বলেন, পুরো দেশে আজ অবরুদ্ধ ও দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছে। রমজানেও প্রত্যেক দ্রব্যের দাম বাড়ানো হয়েছে। অচিরেই ভারতের তাঁবেদার শেখ হাসিনার দুঃশাসন দূর হবে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে অচিরেই সরকার গঠন হবে। তাদের নেতৃত্বেই সুশাসন প্রতিষ্ঠিত হবে।

ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মারা যাওয়া নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়।

আমিন ইসলাম জুয়েল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।