৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৮:১৪ এএম, ২৭ মার্চ ২০২৪

পাবনার ঈশ্বরদীর রেলওয়ে গেটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ৬ ঘণ্টা পর ঢাকা-ঈশ্বরদী-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৭ মার্চ) সকাল ৬টায় রেলগেট থেকে দুর্ঘটনা কবলিত একটি ট্রেনের ইঞ্চিন ও বগি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

পাকশী বিভাগীয় প্রকৌশলী (ডিএন-২) বীরবল মন্ডল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনা কবলিত দুইটি ট্রেনের মধ্যে একটি ট্রেন এরইমধ্যে রেললাইন থেকে সরিয়ে নিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঈশ্বরদী জংশন স্টেশনে অপেক্ষারত ঢাকা থেকে খুলনা অভিমুখী চিত্রা এক্সপ্রেস ট্রেন সকাল ৬টা ১৫ মিনিটে ঈশ্বরদী রেলগেট অতিক্রম করেছে।

৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

জানা যায়, মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। তেলবাহী একটি ট্রেন খুলনা যাচ্ছিল। এটি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন পার হয়ে ঈশ্বরদী রেলগেট এলাকায় পৌঁছালে অপর একটি মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেন দুটির ইঞ্জিন ও একটি বগি দুমড়ে মুচড়ে যায়।

শেখ মহসীন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।