ভোমরা বন্দরে বিজিবির হয়রানির প্রতিবাদে কর্মবিরতি


প্রকাশিত: ০৮:১১ এএম, ১৭ এপ্রিল ২০১৬

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানি রফতানি কাজে বাঁধা সৃষ্টির প্রতিবাদে ব্যাবসায়ীরা কর্মবিরতি পালন করেছে। রোববার সকাল ৮টা থেকে ১টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করে। ঘটনার প্রতিবাদে এ পর্যন্ত মঙ্গলবার ৩ ঘণ্টা, শনিবার ৪ ঘণ্টা ও রোববার ৫ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে ব্যবসায়ীরা।

ভোমরা সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের ব্যবসায়ীরা জানান, পণ্যের ওজন, তল্লাশি ও পরীক্ষার নামে ব্যবসায়ীদের হয়রানি ও রফতানি কাজে বাঁধা সৃষ্টি করছে বিজিবি যা শুল্ক আইনের পরিপন্থি।

উল্লেখ্য, কর ফাঁকির অভিযোগে গত ৭ এপ্রিল ৬২৯ বস্তা ভারতীয় পান আটক করে বিজিবি। তবে ব্যবসায়ীদের দাবি, তারা যথাযথ শুল্ক প্রদান করেছেন। এ ঘটনায় বিজিবি পান থানায় জমা দেয় ও চার ব্যবসায়ী ও দুই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে চোরাচালান ও শুল্ক ফাঁকির অভিযোগে মামলা করেন। এ ঘটনার প্রতিবাদে ব্যাবসায়ীরা গত রোববার সংবাদ সম্মেলন করে ৪ দিনের কর্মসূচির ঘোষণা করে। ব্যবসায়ীরা বিজিবির দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।