নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ০৭:০৪ এএম, ১৯ ডিসেম্বর ২০১৪

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর ও চৈতন্যতে শুক্রবার সকালে এ পৃথক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন সিএনজিচালিত অটোরিকশাচালক ও অপরজন হলেন নসিমনচালক। তাদের দুইজনের লাশ নরসিংদী জেলা হাসপাতালে রয়েছে।

নরসিংদীর শিবপুরের সৈয়দনগর পুলিশ ফাঁড়ির সার্জেন আনোয়ার হোসেন জানান, সকাল ১১টায় কারারচরে ঢাকা থেকে ফিরে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ও নরসিংদীগামী সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হন। অপরদিকে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চৈতন্যে ট্রাকের ধাক্কায় একটি নসিমন উল্টে চালক নিহত ও একযাত্রী আহত হন। পৃথক দুর্ঘটনায় আহত পাঁচজনের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।