নাটোরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫


প্রকাশিত: ০৭:১৯ এএম, ১৯ ডিসেম্বর ২০১৪

নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার বেরাবাড়ী গ্রামে শুক্রবার সকালে এ সংঘর্ষ হয়।

এলাকাবাসীর বরাত দিয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় রেজা-সাইফুল ইসলাম গ্রুপ ও আমজাদ মোল্লা গ্রুপের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে সাইফুল গ্রুপের লোকেরা আমজাদ মোল্লার বাড়িতে সশস্ত্র হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এতে উভয়পক্ষের পাঁচজন গুলিবিদ্ধ হন। আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।