পাবনায় তীব্র তাপপ্রবাহ, দোকানে চা পানরত অবস্থায় একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২০ এপ্রিল ২০২৪

পাবনায় তীব্র গরমে দোকানে বসে চা পান করা অবস্থায় সুকুমার দাস (৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে শহরের রূপকথা রোডে একটি দোকানে বসে চা পানরত অবস্থায় তিনি অজ্ঞান হয়ে যান। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুকুমার দাস শহরের শালগাড়িয়ার জাকিরের মোড়ের বাসিন্দা।

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, সুকুমার দাস হিট স্ট্রোকে মারা গেছেন কি না চিকিৎসকরা নিশ্চিত হতে পারেননি। কারণ হিট স্ট্রোক হয় গরমে থাকলে। তিনি ছিলেন একটি দোকানে। এসময় তিনি চা পান করছিলেন। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

আরও পড়ুন:

চলতি সপ্তাহ ধরে পাবনায় প্রচণ্ড তাপপ্রবাহ বিরাজ করছে। সপ্তাহজুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার আশপাশে থাকছে। শনিবার বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে শুক্রবার (১৯ এপ্রিল) ৪১ ডিগ্রি, বৃহস্পতিবার ৩৯ ডিগ্রি, বুধবার ৪০ দশমিক ৫ ডিগ্রি ও মঙ্গলবার (১৬ এপ্রিল) ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আমিন ইসলাম জুয়েল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।