পথচারী-রিকশা চালকদের মধ্যে পুলিশের পানি-স্যালাইন বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৩ এপ্রিল ২০২৪

গোপালগঞ্জে প্রচন্ড তাপপ্রবাহে জেলা সদরের রিকশা, ভ্যান, ইজিবাইক চালক ও পথচারীদের সহমর্মিতা জানিয়ে স্যালাইন ও পানি বিতরণ করেছেন পুলিশ সুপার আল বেলী আফিফা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় সড়কে চলাচলকারী রিকশা, ভ্যান, ইজিবাইক চালক ও পথচারীদের হাতে এক বোতল পানি ও একটি করে স্যালাইন বিতরণ করেন। এসময় তার মেয়ে আরিশা নাবীন সঙ্গে ছিলেন।

পথচারী-রিকশা চালকদের মধ্যে পুলিশের পানি-স্যালাইন বিতরণ

পুলিশ সুপার জানান, পানি ও স্যালাইন খেয়ে যেন কিছু সময়ের জন্য হলেও প্রচন্ড তাপপ্রবাহের মধ্যে কাজ করতে পারেন এজন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকশ পথচারী ও রিকশা-ভ্যান চালকদের মাঝে পানি-স্যালাইন বিতরণ করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহাবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে, লুতফুল কবীর চন্দন, সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ, সার্জেন্ট কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।