ভোলায় ৫০ হাজার বৃক্ষরোপণ করবে পল্লী বিদ্যুৎ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:২০ পিএম, ২৬ এপ্রিল ২০২৪

তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শূরু হয়েছে। প্রতিপাদ্য ছিল ‘বৃক্ষ লাগাই সারি সারি, তপ্ত বায়ু শীতল করি, ফল-বৃক্ষ করবো চাষ, কাটবো না আর একটি গাছ’।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ভোলার বাংলা বাজারের পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের আশপাশের সড়কে বৃক্ষরোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) খালেদুল ইসলাম, সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আমিনুল হক, সুকবেদ বাড়ই, মহিন উদ্দিনসহ প্রমুখ।

জেনারেল ম্যানেজার খালেদুল ইসলাম বলেন, প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। গাছ কাটার পর না লাগানোর কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই আমরা ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিবারের পক্ষ থেকে ৫০ হাজার গাছ বিদ্যুতের অফিসের আশপাশের সড়কে লাগানোর পরিকল্পনা দিয়েছি। জেলায় পল্লী বিদ্যুতের ৫১২ জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। তারাসহ তাদের পরিবারের সদস্যরা গাছ লাগাবেন।

জুয়েল সাহা বিকাশ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।