আদালত প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৯:০২ পিএম, ২৮ এপ্রিল ২০২৪

নরসিংদী আদালত প্রাঙ্গণে সুলতান উদ্দিন মিয়া (৭২) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) দুপুর ৩টার দিকে তার মুত্যু হয়। তিনি নরসিংদী কোর্টে আইনজীবীর সহকারী (মুহুরি) হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনরা জানান, সুলতান উদ্দিন মিয়া সকালে প্রতিদিনের মতো বাসা থেকে বের হয়ে নরসিংদী কোর্টে যান। কোর্টে কাজ করার সময় দুপুরে তার বুকে ব্যথা অনুভব হয়। পরে মসজিদের সামনে এলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে আশপাশের লোকজন নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের তত্বাবধায়ক এম এন মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তবে রোগীর স্বজনরা জানিয়েছেন তার বুকে ব্যথা ছিল। তার ওপর প্রচন্ড গরমের মধ্যে কাজকর্ম করছিল। তাই ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা মুসকিল।

সঞ্জিত সাহা/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।