সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত ২
সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানের চাতালের বয়লার বিস্ফোরণে ২ চাতাল শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের রামেশ্বরগাঁতী গ্রামে নুরুল ইসলামের চাতালে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন- রামেশ্বরগাঁতী গ্রামের নাসির উদ্দিনের ছেলে ইদ্রিস আলী ও আলতাফ হোসেনের ছেলে নাজির হোসেন।
এলাকাবাসী জানায়, ১০ দিন আগে এই গ্রামের নুরুল ইসলামের চাতালে নতুন করে একটি বয়লারের চুলা বসানো হয়। বয়লারের নিচের অংশের হাউজটি সম্পূর্ণ শুকানোর আগেই এতে কাজ শুরু করে দেয় চাতাল মালিক। প্রথমবার কাজ করার সময় নতুন বয়লারে কোনো সমস্যা তৈরি না হলেও বুধবার সকালে চাতালের বয়লার এবং হাউজে ত্রুটি থাকায় তা বিস্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থলেই ২ শ্রমিক নিহত ও ৩ শ্রমিক আহত হয়।
এ ব্যাপারে রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে আহত ইউসুফ আলী, লুৎফর রহমান ও ফয়সালকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বাদল ভৌমিক/এসএস/এমএস