কেএনএফের আরও দুই সদস্য কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ০৮ মে ২০২৪

বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় করা মামলায় গ্রেফতার সশস্ত্র গোষ্ঠী কেএনএফের আরও দুই সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ নিয়ে মোট ৮৪ জনকে কারাগারে পাঠানো হলো।

বুধবার (৮ মে) দুপুরে আসামিদের বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নুরুল হক কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন রুমা দার্জেলিং পাড়া এলাকার সিম বমের ছেলে এন্ডুসরেন্ট বম (২১) ও বোয়াল তিলং বমের ছেলে জিরসাং লিয়ান বম (৪১)।

বিষয়টি নিশ্চিত করে আদালতের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত জানান, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, ব্যাংক ম্যানেজারকে অপহরণ ও টাকা-অস্ত্র লুটের ঘটনায় করা মামলায় গ্রেফতার দুই আসামিকে আদালতে হাজির করা হয়। পরে বিচারকের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

নয়ন চক্রবর্তী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।