লালমনিরহাটে দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাটে
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১০ মে ২০২৪

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার প্রত্যান্তঞ্চলে দৃষ্টিনন্দন ওসমান জামে মসজিদ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। প্রায় পাঁচ কোটি ব্যয়ে এ মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করেন কানাডা প্রবাসী শেখ রোস্তম আলী।

শুক্রবার (১০ মে) দুপুরে হাতীবান্ধা উপজেলার পশ্চিম ফকিরপাড়ায় ওসমান জামে মসজিদ কমপ্লেক্স ও মাদরাসাতুল মানারাহ মাদরাসার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন এলাকায় থেকে শতশত মুসল্লী মসজিদে জুমার নামাজ আদায় করেন। মসজিদে প্রায় ১৫ শতাধিক মুসল্লী ও মহিলাদের জন্য নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে।

লালমনিরহাটে দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন

উদ্বোধনকালে প্রবাসী শেখ রোস্তম আলী তিনি বলেন, আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল একটি মসজিদ নির্মাণ করার। সেই স্বপ্ন পূরণ হয়েছে আল্লাহর রহমতে। আপনারা সকলে আমার পরিবারের জন্য দোয়া করবেন।

লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন বলেন, ইসলাম ধর্ম প্রচারের জন্য কানাডা প্রবাসী মসজিদটি করলেন আল্লাহ তার পরিবারকে বেহেস্তবাসী করুন। সবাই বিদেশে গিয়ে বাংলাদেশের কথা ভুলে যায়। কিন্তু নিজ এলাকার মানুষের কথা মনে রাখা, নিজ দেশের জন্য কিছু করার কথা সবারই মাথায় রাখা উচিত।

লালমনিরহাটে দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন, মসজিদ কমিটির সভাপতি তাহাজুল ইসলাম ও মাদ্রাসার সভাপতি আতিয়ার রহমান, মসজিদের ইমাম শাইখ জাকিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।

রবিউল হাসান/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।