কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৬ মে ২০২৪

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে উপজেলার বাজারের এক পল্লী চিকিৎসকের চেম্বার থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা তুষভাণ্ডার পাশা মার্কেটে দুপুরে স্থানীয় পল্লী চিকিৎসক সবুজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পড়ে আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও পরে আদিতমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই

স্থানীয় সংসদ সদস্য ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন।

তুষভাণ্ডার বাজার বণিক সমিতির সভাপতি আবু তালেব মিলু জাগো নিউজকে বলেন, তুষভাণ্ডারের পল্লী চিকিৎসকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে মূহুর্তেই বাজারের কসমেটিক, চায়ের দোকানসহ ছোটবড় ২০-২৫টি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই

কালীগঞ্জ ফায়ার সার্ভিস দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আবু তাহের বলেন, তুষভাণ্ডার বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের টিম কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে আদিতমারি ফায়ার সার্ভিস টিমকে খবর দিলে তারাসহ দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে হয়। আগুনে প্রায় ২০-২৫টি দোকান পুড়ে যায়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষতির পরিমাণ পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানানো যাবে।

রবিউল হাসান/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।