পাহাড়ি পল্লীতে অগ্নিকাণ্ড, ১১ বসতঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১৭ মে ২০২৪

বান্দরবানে থানচির দুর্গম পাহাড়ি পল্লীতে আগ্নিকাণ্ডে ১১ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৭মে) সকালে উপজেলার তিন্দু ইউপির থুইসা পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, থানচি সদর থেকে দক্ষিণ-পূর্বে প্রায় ৮০ কিলোমিটার দূরে থুইসা পাড়ার একটি বাড়িতে রান্নার চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটে। মূহুর্তেই আগুন পার্শ্ববর্তী বসতবাড়িগুলোতেও ছড়িয়ে পড়ে। আগুনে ১১টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

পাহাড়ি পল্লীতে অগ্নিকাণ্ড, ১১ বসতঘর পুড়ে ছাই

২ নম্বর তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা জাগো নিউজকে জানান, ইউপির ৭ নম্বর ওয়ার্ড থুইসা পাড়ায় অগ্নিকাণ্ডেন ঘটনা ঘটেছে। এতে প্রায় ১২লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সাধ্যমত সহায়তা করা হবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, দুর্গম থুইসা পাড়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা কাজ করেছেন। এছাড়া আগুনে আহত তিনজনকে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নয়ন চক্রবর্তী/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।