শফিক রেহমান জড়িত থাকার কথা স্বীকার করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত: ০৭:০৫ এএম, ২১ এপ্রিল ২০১৬

প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি গোয়েন্দা পুলিশের কাছে শফিক রেহমান স্বীকার করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের নাগরপুরে থানা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।  

মন্ত্রী বলেন, জয় হত্যার ষড়যন্ত্রে আরো কেউ জড়িত আছে কিনা সেটিও তদন্ত চলছে। তবে শফিক রেহমানের বিষয়ে বিএনপি অপপ্রচার চালিয়ে বিভ্রান্তী ছড়াচ্ছে।

বাংলাদেশে দেশীয় জঙ্গী আছে স্বীকার করে মন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সকল জঙ্গী নিয়ন্ত্রণে রয়েছে। আমরা কোনো জঙ্গীকে মাথাচারা দিয়ে উঠতে দেয়নি আর কোনোদিন দেবেও না।

এসময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, স্থানীয় সংসদ সদস্য আব্দুল বাতেন ও সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ারা বেগম, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন ও পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীরসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরিফ উর রহমান টগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।