র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু

ভৈরব ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১৯ মে ২০২৪

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার ফাহিম ফয়সালকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (১৯ মে) র‍্যাব হেডকোয়ার্টার থেকে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।

র‍্যাবের সংশ্লিষ্ট সূত্র জাগো নিউজকে তার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত জানায়, সোমবার থেকে আদেশটি কার্যকর হবে।  

এ বিষয়ে ক্যাম্প কমান্ডার মো. ফাহিম ফয়সালের কাছে মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে অনেকতো লিখেছেন। এখন ক্যাম্পের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। ভৈরব ছেড়ে চলে যাবো।

এর আগে বৃহস্পতিবার রাতে র‍্যাবের ভৈরব ক্যাম্পে সুরাইয়া খাতুন (৫২) নামের এক নারী আসামির মৃত্যুর ঘটনায় তোলপাড় শুরু হয়। ওই নারী ময়মনসিংহের নান্দাইল এলাকায় বাসিন্দা।

রাজীবুল হাসান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।