নোয়াখালীতে ৯৬ বোতল বিদেশি মদসহ দুই যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ২০ মে ২০২৪

নোয়াখালীর সেনবাগে ৯৬ বোতল বিদেশি মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২০ মে) ভোর পৌনে ৬টার দিকে সেবারহাট পশ্চিম বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় তাদেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গ্রেফতাররা হলেন, উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শায়েস্তানগর গ্রামের মৃত সেরাজুল হকের ছেলে মো. ইয়াসিন (৩৮) ও বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজিপুর গ্রামের মৃত গোলাম মাওলার ছেলে দেলোয়ার হোসেন (৩০)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা ২০ মিনিটে সেবারহাট বাজারের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে পাচারের সময় ৯৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এসময় অটোরিকশাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার দুই মাদক কারবারির বিরুদ্ধে সেনবাগ থানায় মাদক আইনে মামলা করে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতাররা নির্বাচনের আগের রাতে সরবরাহ করতে এসব মদ নিয়ে আসছিলেন বলে স্বীকার করেছেন।

মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় ধাপে নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইকবাল হোসেন মজনু/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।