নারীর মৃত্যু, ভৈরবে আরও তিন র‍্যাব সদস্য প্রত্যাহার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৮:৪২ এএম, ২১ মে ২০২৪

কিশোরগঞ্জের ভৈরবে র‌্যাব হেফাজতে নারী মৃত্যুর ঘটনায় র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের আরও তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহারকৃত র‌্যাব সদস্যরা হলেন, ভৈরব র‌্যাব ক্যাম্পের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইকবাল হোসেন, কর্পোরাল মহিবুল ইসলাম ও কনস্টেবল মনির হোসেন।

রোববার (১৯ মে) র‌্যাবের প্রধান কার্যালয় থেকে এ আদেশ আসে। ভৈরবে নবযোগদানকৃত ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৬ মে) রাতে সুরাইয়া খাতুনকে নান্দাইল থানা গেইট থেকে আটক করেন র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পে সদস্যরা। পরদিন শুক্রবার সকালে মৃত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই ভৈরবে এ বিষয় নিয়ে আলোচনার ঝড় ওঠে।

নিহত সুরাইয়া নান্দাইল চণ্ডিপাশা ইউনিয়নের বরুনাকান্দা গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী।

রাজীবুল হাসান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।