বিএসএফের গুলিতে এবার ভারতীয় যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০২:০৬ পিএম, ২৩ মে ২০২৪

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এবার ভারতীয় যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মে) ভোরে পাটগ্রাম কালিরহাট সীমান্তের ৮৫৭ নাম্বার পিলারে ৬ নম্বর সাব পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাকেশ হোসেন (৩০)। তিনি কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পূর্ব খাতের বাড়ি এলাকার হাফিজুল মিয়ার ছেলে।

জানা গেছে, পাটগ্রাম উপজেলার তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) আওতাধীন কালিরহাট সীমান্তের ৮৫৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলাবের কাছে ভারতে অভ্যন্তরে উত্তর টেপুরগাড়ী নামক স্থানে মিরাপ্পা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে তিনি মারা যান। পরে বিএসএফ সদস্যরা মরদেহ নিয়ে যায়।

পাটগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম রব্বানী বলেন, সকালে জানতে পারি সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় যুবকের মরদেহ পড়ে আছে। পরে খোঁজ নিয়ে দেখি ওই যুবকের বাড়ি ভারতে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জাগো নিউজকে বলেন, বিষয়টি বিজিবি মাধ্যমে জেনেছি। নিহতের বাড়ি ভারতে তাই আমাদের কিছু করার নেই।

৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মুসাহিত মাসুম জাগো নিউজকে বলেন, সীমান্তের কাছে কয়েক রাউন্ড গুলি হয়েছে। বিষয়টি বিএসএফকে প্রতিবাদ আকারে জানিয়েছি। এ ঘটনায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। গুলির বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

রবিউল হাসান/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।