ঘূর্ণিঝড় ‘রিমাল’

সোনাগাজীতে প্রস্তুত ৪৩ আশ্রয়কেন্দ্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১২:৫৩ এএম, ২৬ মে ২০২৪
নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে মাছ ধরার ট্রলারগুলো

ফেনীর উপকূলীয় অঞ্চল সোনাগাজীতে ঘূর্ণিঝড় ‘রিমাল’ মোকাবিলায় ৪৩ টি আশ্রয়কেন্দ্রসহ ১৯টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে প্রধান করে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের 01766 598259 নম্বরে কল করে ঘূর্ণিঝড় সংক্রান্ত যে কোনো বিষয়ে যোগাযোগ করা যাবে।

শনিবার (২৫ মে) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।

তিনি জানান, ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে উপজেলার উপকূলীয় ৪টি ইউনিয়নে ৩৩টিসহ মোট ৪৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ১৯টি মেডিকেল টিম ও সিপিপির ২ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে প্রস্তুত রাখা হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।