মেম্বারের খামার বাড়ি থেকে ১০ টন ভারতীয় চিনি উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:৪৪ এএম, ২৬ মে ২০২৪

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন পরিষদের সদস্য ওবায়দুলের খামারবাড়ি থেকে প্রায় ১০ হাজার কেজি (১০ টন) ১৯৮ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভোরে ইউনিয়নের পশ্চিম দেবপুর এলাকা থেকে চিনিগুলো উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য ওবায়দুল খামারবাড়িতে যৌথ অভিযান চালায় এনএসআই ও ছাগলনাইয়া থানা পুলিশের বিশেষ দল। রাতভর অভিযান শেষে সকালে ওই বাড়ি থেকে ৯ হাজার ৯শ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, উদ্ধার হওয়া ১০ হাজার কেজি চিনি ১৯৮ বস্তায় রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ইউপি সদস্য ওবায়দুলের ছেলে আরিফ ও তার সহযোগী নুরুকে আসামি করে মামলা করা হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।