পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২৭ মে ২০২৪

লালমনিরহাটে আদিতমারীতে পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মন্টু মিয়া (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ মে) দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এর আগে সকালে জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারী এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মন্টু মিয়ান সারপুকুর ইউনিয়নের পাঠানটারী গ্রামের আজিজার রহমানের ছেলে।

জানা গেছে, সারপুকুর ইউনিয়নের মন্টু মিয়া তার স্ত্রী মানজুমা খাতুনকে বিয়ের পর থেকে পরকীয়ার প্রেমের সন্দেহ করতেন। এ নিয়ে তাদের মাঝে ঝগড়া লেগেই থাকতো। এরই ধারাবাহিকতায় সোমবার সকালেও এ বিষয় নিয়ে তাদের ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে মন্টু মিয়া শ্বাসরোধ করে তার স্ত্রীকে হত্যা করেন বলে অভিযোগ ওঠে ।

পরে খবর পেয়ে সকালে আদিতমারি থানা পুলিশ মরদেহ উদ্ধার এবং মন্টু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ বলেন,পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় পুলিশ ওই নিহত নারীর স্বামীকে আটক করেছেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, মন্টু মিয়া নামে এক ব্যক্তি তার স্ত্রী মানজুমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেছে এমন খবর পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মন্টু মিয়াকে আটক করে জিজ্ঞাবাদ করা হচ্ছে।

রবিউল হাসান/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।