টাঙ্গাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৯


প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২২ এপ্রিল ২০১৬

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী নামক স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৯ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কফিল উদ্দিন জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস আনালিয়াবাড়ী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ২৯ জন আহত হন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৫জন। আহতদের ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

আরিফ উর রহমান টগর/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।