পারকুমিরা গণহত্যা দিবস আজ


প্রকাশিত: ০৬:৩৫ এএম, ২৩ এপ্রিল ২০১৬

ইতিহাসের এক নিষ্ঠুর নির্মমতার নাম সাতক্ষীরার পারকুমিরা গণহত্যা। রাজাকারদের সহযোগিতায় ১৯৭১ সালের ২৩ এপ্রিল পাটকেলঘাটার সন্নিকটে পারকুমিরায় রাজাকারদের সহায়তায় পাক হানাদাররা নির্মমভাবে হত্যা করে ৭৯ জন নিরীহ মানুষকে।

যাদের পরিচয় পাওয়া গিয়েছিল তাদের মধ্যে ছিল- পাটকেলঘাটা থানার পুটিয়াখালী গ্রামের শেখ আব্দুর রহমান, শেখ আলাউদ্দীন, শেখ সামছুর রহমান, শেখ বদরুদ্দীন, সালামত আলী, শেখ ফয়জুল ইসলাম, আজিজুর রহমান, সাজ্জাত আলী, বেলায়েত আলী, শামছুর রহমান, আজিজুর রহমান, আব্দুস সামাদ, কাশীপুর গ্রামের শেখ হায়দার আলী, তৈলকূপী গ্রামের আব্দুর রউফ, পারকুমিরা গ্রামের বিজয় পাল, কলাগাছির কার্ত্তিক মন্ডল, পারকুমিরার ষষ্ঠি কুন্ডু ও বিজয় পাল।

এর মধ্যে ৪৯ জনের মরদেহ পারকুমিরার বধ্যভূমিতে মাটি চাপা দিয়ে রাখা হয়। কাশীপুর গ্রামের শেখ হায়দার আলীকে পাকসেনারা আগুন দিয়ে পুড়িয়ে মারে।

আকরামুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।