দুপুরে নিখোঁজ, সন্ধ্যায় পুকুরে ভেসে উঠলো মাদরাসাছাত্রের মরদেহ
ফেনী শহরের শান্তি কোম্পানি জামে মসজিদের পুকুরে ভাসমান অবস্থায় আবু সাঈদ নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ জুন) দুপুর থেকেই নিখোঁজ ছিল আবু সাঈদ।
নিহত সাঈদ আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার ৭ম শ্রেণির ছাত্র ছিল। সে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকায় ভূঞা বাড়ির মোজাম্মেল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সহপাঠীদের সঙ্গে পুকুরে সাঁতার কাটছিল সাঈদ। সবার অগোচরে ডুবে গেলেও অন্যরা টের পায়নি। তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে সহপাঠীরা চলে যায়। সন্ধ্যার পর পাশের গ্যারেজে তার ব্যাগ ও জুতা দেখে সন্দেহ হলে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হয়। একপর্যায়ে পানিতে নামার দৃশ্য দেখে আশপাশের লোকজন পুকুরে খুঁজতে থাকে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে স্বজনরা এসে মরদেহ শনাক্ত করে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী পানিতে ডুবে এক মাদরাসাছাত্রের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
আবদুল্লাহ আল-মামুন/কেএসআর