সুন্দরবনে আগুন লাগার ঘটনায় তিনজন বহিষ্কার


প্রকাশিত: ০৮:৪৫ এএম, ২৩ এপ্রিল ২০১৬
ফাইল ছবি

পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী এলাকায় আগুন লাগার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নাংলী ক্যাম্পের ওসি নাসির উদ্দিনসহ তিনজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার দুপুরে পূব সুন্দরবন বিভাগের ডিএফও মো. সাইদুল ইসলাম তাদের বহিষ্কার করেন।

সাময়িক বহিষ্কার হওয়া কর্মকতার মধ্যে রয়েছেন- নাংলী ক্যাম্পের ওসি নাসির উদ্দিন, বোট ম্যান মোবারেক হোসেন ও সালাত মজুমদার।

সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিএফও মো. সাইদুল ইসলাম দুপুরে জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে নাংলী ক্যাম্পের ওসিসহ তিনজনকে শাস্তি হিসেবে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

ঊর্ধ্বতন এই বন কর্মকর্তা আরও বলেন, গত ২১ দিনে একই স্থানে তিনবার আগুন লাগে। যা প্রতিবারই বন এলাকায় অবৈধভাবে প্রবেশ করে ধরানো হয়েছে। এটি সংশ্লিষ্ট বন এলাকার দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বহীনতারই পরিচয় প্রমাণ করে। সে কারণেই তাদের শাস্তি স্বরূপ চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল সুন্দরবনে নাংলী এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। এর আগে গত ১৩ এপ্রিল বুধবার ও গত ২৮ মার্চ রোববার সন্ধ্যার দিকে চাদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকার নাংলী ক্যাম্পের শিকদারের চিলায় আগুন লাগার ঘটনা ঘটেছিল।

শওকত আলী বাবু/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।