ধনবাড়ীতে নৌকার জয়ধ্বনি


প্রকাশিত: ০৬:৫৯ এএম, ২৪ এপ্রিল ২০১৬

তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের ৪টিতে আওয়ামী লীগ ও ৩টিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন।

ধোপাখালী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. আকবর হোসেন ৯ হাজার ৪৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মো. কামাল হোসেন তালুকদার পেয়েছেন ৩ হাজার ২৬১ ভোট।

যদুনাথপুর ইউনিয়নে আওয়মী লীগ সমর্থিত প্রার্থী মীর ফিরোজ আহম্মেদ ১২ হাজার ৪৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত প্রার্থী মোহাম্মদ আব্দুল আজিজ পেয়েছেন ৪ হাজার ৯৭ ভোট।

মুশুদ্দি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খন্দকার মঞ্জুর মোর্শেদ নান্নু মাস্টার ৫ হাজার ২২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত প্রার্থী মো. ইদ্রিস আলী পেয়েছেন ১ হাজার ৪৮০ ভোট।

পাইস্কা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আরিফ বজলু ৫ হাজার ৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ২ হাজার ৮৯৫ ভোট।

বলিভদ্র ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ সুরুজ্জামান মিন্টু ৫ হাজার ৪২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মো. রফিকুল ইসলাম তালুকদার পেয়েছেন ২ হাজার ৪০৭ ভোট।

বীরতার ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শফিকুল ইসলাম শফি ৭ হাজার ৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আহাম্মদ আল ফরিদ পেয়েছেন ৪ হাজার ২৪৫ ভোট।  

বানিয়াজান ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামসুল আলম তালুকদার ৫ হাজার ৬৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার ফটিক পেয়েছেন ৪ হাজার ৩৯ ভোট।

আরিফ উর রহমান টগর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।