শ্যামনগরে বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরার শ্যামনগরে মাদার নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় রমজাননগরের বেড়িবাঁধের উপর উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটি ও সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- ইউপি মেম্বর আব্দুল হামিদ লাল্টু, শিক্ষক আব্দুল করিম, আব্দুর রউফ, শেখ আব্দুল আলীম, উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, সাংবাদিক আফজালুর রহমান, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সাধারণ সম্পাদক আল ইমরান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাঁধে ভাঙন দেখা দিয়েছে। যে কোনো সময় বাঁধ ভেঙে উপকূলীয় এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে হাজার হাজার মানুষ ক্ষতির সম্মুখীন হবে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি। বর্ষা মৌসুমের আগেই বাঁধ সংস্কারের দাবি জানান বক্তারা।
আকরামুল ইসলাম/এসএস/এমএস