দীঘিনালায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৭:২২ পিএম, ০৩ জুলাই ২০২৪

টানা বৃষ্টির ফলে অপরিবর্তিত রয়েছে খাগড়াছড়ির দীঘিনালার বন্যা পরিস্থিতি। এছাড়া টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা অব্যাহত আছে।

বন্যায় দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে মেরং ইউনিয়নের ২০ গ্রাম ও কবাখালী ইউনিয়নের পাঁচ গ্রামের মানুষ পানিবন্দি রয়েছে। তবে বুধবার (৩ জুলাই) দুপুরের পর থেকে কবাখালি ইউনিয়নের নিম্নাঞ্চলের পানি নামতে শুরু করেছে।

কবাখালি ইউপি চেয়ারম্যান জ্ঞান চাকমা বলেন, পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার দুপুরের পর পানি নামতে শুরু করেছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে পানি আবারও বাড়ার আশঙ্কা রয়েছে।

মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি বলেন, ‘বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এখনো ইউনিয়নের ২০ গ্রামে মানুষ পানিবন্দি। দুর্গতদের সাধ্যমতো সাহয়তা দেওয়া হচ্ছে।’

মুজিবুর রহমান ভূইয়া/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।