সুন্দরবনের ধানসাগর স্টেশন এলাকায় আবারো অগুন


প্রকাশিত: ১১:৫০ এএম, ২৭ এপ্রিল ২০১৬
ফাইল ছবি

পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় আবারো আগুন লেগেছে। এ নিয়ে গত ১ মাসে একই এলাকায় মোট চারবার আগুন লাগার ঘটনা ঘটল।

এলাকাবাসী জানায়, সুন্দরবন পূর্ব বনবিভাগের ধানসাগর স্টেশন এলাকায় বুধবার বিকেলে বনের ভিতর থেকে কুণ্ডলী আকারে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় ফরেস্ট ক্যাম্পকে অবহিত করা হয়। এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণের জন্য মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি টীম আগ্নিকাণ্ডের ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে এই মুহুর্তে বনের কী পরিমাণ ক্ষতি অথবা কত এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে তা নির্ণয় করা সম্ভব হচ্ছে না বলে বন বিভাগ জানিয়েছে।

এ নিয়ে গত প্রায় ১ মাসে চারবার আগুন লাগার ঘটনা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে বন বিভাগ। ২৮ মার্চ সন্ধ্যায় প্রথমে সুন্দরবনে চাদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বনে আগুন লাগে। এর পর চলতি মাসের ১৩ এপ্রিল সকাল সাড়ে ১০ টার দিকে সুন্দরবনের ওই এলাকায় আগুন লাগে। এবং গত ১৮ এপ্রিল সোমবার সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলাধীন পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী এলাকার আব্দুল্লার ছিলা শেষ প্রান্তে ছলে বনে” আগুন লাগার ঘটনা ঘটে।

এর আগে কয়েকবার বনে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের হেনস্থা করতেই পরিকল্পিতভাবে সুন্দরবনের ওই এলাকায় আগুন লাগানো হয়েছে। এমন অবস্থায় সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিএফও মো. সাইদুল ইসলাম পরিকল্পিতভাবে সুন্দরবনে আগুন দেয়ার ঘটনা রুখতে ৫টি ফায়ার ওয়াচার টিম গঠন করেছিলেন।

লোকালয় থেকে সাধারণ মানুষ যাতে বনে প্রবেশ করেতে না পারে সেজন্য এই টিমের সদস্যরা গত কয়েকদিন ধরে কাজও করছে। এ অবস্থার মধ্যেও বুধবার বিকেলে সুন্দরবনের চাদপাই এলাকায় আবারও আগুন লাগার ঘটনা ঘটল।

শওকত আলী বাবু/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।