কেন্দুয়ায় ১৬ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ২৯ এপ্রিল ২০১৬

নেত্রকোনার কেন্দুয়ায় ২৩ এপ্রিল তৃতীয় ধাপে অনুষ্ঠিত ১৩ ইউপির ১৬ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
 
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে বিএনপির ৪ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪ জন, জাতীয় পার্টির একজন ও স্বতন্ত্র ৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
 
জামানত বাজেয়াপ্ত বিএনপির চার প্রার্থী হলেন- গড়াডোবা ইউনিয়নের শফিকুল ইসলাম গফুর, পাইকুড়া ইউনিয়নের সৈয়দ মজিবুর রহমান, আশুজিয়া ইউনিয়নের রনি ও নওপাড়া ইউনিয়নের মাজহারুল ইসলাম মাজু।
 
ইসলামী আন্দোলন বাংলাদেশের চার প্রার্থী হলেন- কান্দিউড়া ইউনিয়নের জহিরুল ইসলাম, চিরাং ইউনিয়নের আব্দুল মান্নান, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের জসিম উদ্দিন ও পাইকুড়া ইউনিয়নের ওমর ফারুক।
 
গন্ডা ইউনিয়নের জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হান্নান জামানত হারিয়েছেন। এছাড়া জামানত হারানো ৭ জন স্বতন্ত্র প্রার্থী হলেন- গড়াডোবা ইউনিয়নের সুয়েব বাঙ্গালী, গন্ডা ইউনিয়নের আবু সিদ্দিক, মুখলেছুর রহমান, বলাইশিমুল ইউনিয়নের মিলন মিয়া, রফিক, নওপাড়া ইউনিয়নের আবু সালেক ও চিরাং ইউনিয়নের গোলাপ খান।  

কামাল হোসাইন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।