সখীপুরে রেকর্ড সংখ্যক প্রার্থীর মনোনয়নপত্র ক্রয়


প্রকাশিত: ০১:১৪ পিএম, ২৯ এপ্রিল ২০১৬

আগামী ২৮ মে পঞ্চম ধাপে অনুষ্ঠেয় সখীপুর উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে রেকর্ড সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১নং কাকড়াজান, ২নং বহেড়াতৈল, ৪নং যাদবপুর, ৫নং হাতিবান্ধা, ৬ নং কালিয়া ও ৮নং বহুরিয়া ইউনিয়নে বিভিন্ন দল ও স্বতন্ত্র ৩২ জন প্রার্থী চেয়ারম্যান পদে তাদের মনোনয়নপত্র ক্রয় করেছেন।

সংরক্ষিক নারী সদস্য পদে ৫১ জন ও সাধারণ সদস্য পদে ১৮৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র ক্রয় করেছেন।

আগামী ২ মে মনোনয়নপত্র ক্রয় ও জমার শেষ দিন। ৪ ও ৫ মে মনোনয়নপত্র যাচাই-বাচাই। ১২ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৩ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আরিফ উর রহমান টগর/ এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।