খাগড়াছড়ি

কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ আ’লীগের ৮ শতাধিক নেতাকর্মীর নামে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১৫ আগস্ট ২০২৪
সাবেক এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান আসামি করে মামলা হয়েছে। এ মামলায় অভিযুক্ত করা হয়েছে আট শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালের দিকে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও পাঁচ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে তিন শতাধিক ব্যক্তিকে।

খাগড়াছড়ি সদর থানার পরিদর্শক (তদন্ত) ফখরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করা হয়। ছাত্র-জনতার ওপর হামলার একপর্যায়ে দুর্বৃত্তরা শহরের কলাবাগানে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে হামলা চালান। এসময় তারা ভাঙচুর, লুটপাটের পাশাপাশি ভবনে আগুন ধরিয়ে দেন।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।