রাজারহাটে বিদ্রোহী প্রার্থীসহ ৪ জন বহিষ্কার


প্রকাশিত: ১০:২৬ এএম, ০২ মে ২০১৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৪র্থ দফা ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের ৩ জন বিদ্রোহী প্রার্থী ও বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ ৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব চাষি আব্দুস সালাম মাস্টার ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজারহাট সদর ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. আজগার আলী, ছিনাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. নুরুজ্জামান বুলু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিদ্যানন্দ ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর হোসেন এবং বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা কমিটির সদস্য ডা. মো. আব্দুল হাকিম।

উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করায় এবং নিজে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত এবং আওয়ামী লীগের গঠনতন্ত্র ৪৬ (ক) ধারা মোতাবেক ৪ জনকে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত ও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

নাজমুল হোসেন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।