ব্রাহ্মণবাড়িয়ায় ম্যাজিস্ট্রেট ছাড়াই উচ্ছেদ অভিযান!


প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ০২ মে ২০১৬

ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কথিত ‘মাদক আস্তানা’ উচ্ছেদকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোমবার দুপুরে পৌরশহরের শেরপুরে স্থানীয় এলাকাবাসী আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশ শেষে পুলিশের উপস্থিতিতে ওই এলাকার মাদক ব্যবসায়ী মনির মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

শেরপুর গ্রামবাসী আয়োজিত ওই মাদকবিরোধী সমাবেশের ব্যানারে ‘উচ্ছেদ অভিযান’ শব্দটিও লেখা ছিল। সমাবেশ শেষে পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এমএ মাসুদ, নবনির্বাচিত পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে চালানো হয় এ উচ্ছেদ অভিযান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জাগো নিউজকে জানান, মনির এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে। সে একাধিকবার গ্রেফতার হলেও আইনের ফাঁক-ফোঁকর দিয়ে কারাগার থেকে বের হয়ে আবারো মাদকের ব্যবসায় নেমে পড়ে। তাই এলাকাবাসী অতিষ্ঠ হয়ে তার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

"
উচ্ছেদ অভিযানের ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, পুলিশ এই উচ্ছেদ অভিযান চালায়নি। স্থানীয় উত্তেজিত জনতা আমাদের সামনেই ওই মাদক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার প্রসঙ্গে তিনি বলেন, আইনের ফাঁক-ফোকরে তারা জেল থেকে বের হয়ে আবারো মাদক ব্যবসায় নেমে পড়েন তাই স্থানীয় জনতা এই অভিযান চালিয়েছে।

"
তবে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সারওয়ারী আলম জানান, মাদক নির্মূল করতে মাদক ব্যবসায়ীকে  আইনের আওতায় এনেও করা যায়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়া পুলিশ এ ধরনের উচ্ছেদ অভিযান করতে পারে না।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন জাগো নিউজকে বলেন, কী কারণে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হলো এটি বিবেচনায় আনতে হবে। সাধারণভাবে কেউ বাড়িঘর ভাঙচুর করলে এক রকম হয়, আর মাদক নির্মূল করতে গিয়ে ভাঙচুর করলে সেটি অন্যরকম। এটি আইনগতভাবে একরকম তবে বাস্তবতার নিরিখে অনেক কিছু করতে হয়।

আজিজুল আলম সঞ্চয়/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।