ভোলায় ৩৫ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ


প্রকাশিত: ০৯:৩০ এএম, ০৩ মে ২০১৬

ভোলায় প্রথম দফায় নির্বাচিত ৩৫ জন ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার দুপুরে ভোলা জেলা শিল্পকলা একাডেমি ভবনে এ শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন।

শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন, ভোলা সদর উপজেলার ৮ জন, দৌলতখান উপজেলার ৫ জন, বোরহানউদ্দিন উপজেলার ৫ জন, লালমোহন উপজেলার ৪ জন, তজুমদ্দিন উপজেলার ৩ জন, চরফ্যাশন উপজেলার ৭ জন ও মনপুরা উপজেলার ১ জন। প্রথম দফা নির্বাচনে তারা সবাই নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, এলজিআরডি দফতরের উপ-পরিচালক মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্তমাহামুদ, লালমোহন উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাংবাদিক আবু তাহের, ইউপি চেয়ারম্যান বশির আহম্মদ, ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, ইউপি চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু ও ইউপি চেয়ারম্যান ইয়াছিন লিটন প্রমুখ।

অমিতাভ অপু/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।