পিরোজপুরে হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের ফাঁসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৮ এএম, ০৪ মে ২০১৬
প্রতীকী ছবি

পিরোজপুরের জিয়ানগর উপজেলার সার ব্যবসায়ী মনিরুজ্জামান মানিক মাঝিকে হত্যার দায়ে তার স্ত্রীসহ চার জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কিবরিয়া এ রায় দেন। এসময় দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নিহতের স্ত্রী শিউলি বেগম (৩০), জিয়ানগর উপজেলার চন্ডিপুর কলারণ গ্রামের মজিদ মাঝির ছেলে আসাদ মাঝি (৩৩), আসাদ মাঝির ফুফাতো ভাই ফরিদ আহম্মেদ ফণি গাজী (৩৮) ও মৃত হাতেম আলী গাজীর ছেলে বেল্লাল গাজী (৩০)। চার আসামির মধ্যে গাজী ফরিদ আহমদ মামলা চলাকালে ক্যানসারে আক্রান্ত হয়ে গত মার্চ মারা গেছেন এবং আসাদ মাঝি ও বেল্লাল গাজী পলাতক রয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৫ জুন রাতে হত্যার পূর্ব পরিকল্পনা অনুসারে মনিরুজ্জামান ওরফে মানিক মাঝিকে (৩৫) তার স্ত্রী শিউলী বেগম শরবতের সঙ্গে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করেন। এরপর গভীর রাতে শিউলীর সহায়তায় মানিক মাঝিকে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা করেন দণ্ডপ্রাপ্তরা।
 
মামলার বাদী নিহত মনিরুজ্জামানের ভাই জানিয়েছেন, তার ভাইয়ের স্ত্রী শিউলির সঙ্গে আসাদ মাঝির দীর্ঘ দিন পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। স্ত্রীর পরকীয়ার ঘটনা জানতে পেরে স্বামী মনিরুজ্জামান তাতে বাঁধা দিলে শিউলি ও তার প্রেমিক আসাদ মাঝি ক্ষিপ্ত হয়ে মনিরুজ্জামানকে হত্যার পরিকল্পনা করেন।

শিউলি খাবারে সঙ্গে স্বামীকে নেশা জাতীয় ওষুধ খাইয়ে অচেতন করেন। এক পর্যায় গভীর রাতে শিউলির সহায়তায় তার প্রেমিক আসাদ, বেল্লাল গাজী ও ফরিদ গাজী মনিরুজ্জামান মানিক মাঝিকে কুপিয়ে হত্যা করে। ২৬ জুন নিহতের ভাই মিজানুর রহমান বাদী হয়ে জিয়ানগরের ইন্দুরকানী থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ দিন পর স্বাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিজ্ঞ বিচারক চার জনের ফাঁসি ও প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।
 
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন এবং অ্যাডভোকেট ফাতেমা আক্তার লাকী । অপরদিকে মো. দেলোয়ার হোসেন মামলার বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন।

হাসান মামুন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।