জামালপুরে জাল ভোটে সহযোগিতায় দুই প্রিসাইডিং অফিসার আটক


প্রকাশিত: ০২:৪২ এএম, ০৭ মে ২০১৬

জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার সাদুরপাড়া ইউনিয়নে জাল ভোট দিতে সহযোগিতা করায় দুইটি কেন্দ্রের দুই প্রিসাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বর্তমানে ওই দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

আটক দুই প্রিসাইডিং অফিসার হলেন, নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এ কে এম আকরামুজ্জামান এবং একই ইউনিয়নের আচ্চাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মো. আনিসুজ্জামান আকুন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পাল জানান, সাধুরপাড়া ইউনিয়নের নজরুল ইসলাম উচ্চবিদ্যালয় কেন্দ্র ও আচ্চা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর আগেই প্রিসাইডিং অফিসারদের সহযোগিতায় ব্যালট পেপারে সিল মারার অভিযোগে ওই ২ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আনিসুজ্জামান আকন্দ ও একেএম আকরামুজ্জামানকে আটক করা হয়। এ ঘটনায় ওই ২ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

মেহেদি মামুন খান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।