যুবলীগ নেতার গুলিতে শিশু আহত


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৪

সাভারে আবু নাসিম পাভেল নামের এক যুবলীগ নেতার পিস্তলের গুলিতে মাহিমা আক্তার (৯) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার বিকেলে সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

সে একই এলাকার সানফ্লাওয়ার মডেল একাডেমীর ৪র্থ শ্রেণির ছাত্রী ও মজিদপুর এলাকার মিজানুর রহমানের মেয়ে। আবু নাসিম পাভেল যুবলীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক।

গুলিবিদ্ধ শিশুর বাবা মিজানুর রহমান ও স্থানীয়রা বলেন, মঙ্গলবার বিকেলে মাহিমা তার কয়েকজন বন্ধু নিয়ে বাড়ির পাশের একটি মাঠে খেলছিল। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ বিকট একটা শব্দ হয়। এ সময় তার মেয়ের চিৎকার শুনতে পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে গুলিবিদ্ধ অবস্থায় শিশুকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।

আবু নাসিম পাভেলের ছোট বোন নাজনিন আক্তার বলেন, তার ভাই মজিদপুর এলাকার নিজ বাড়িতে বসেই লাইসেন্স করা পিস্তলটি পরিস্কার করছিলেন। এ সময় হঠাৎ করেই তার পিস্তল থেকে অসাবধনতার কারণে গুলিটি বের হয়ে ওই শিশুটি ডান পা গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ শিশুর বাবা আরো বলেন, আবু নাসিম পাভেলের সাথে তার ব্যক্তিগত কোন বিরোধ নেই।

এ ব্যাপারে সাভার মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।