জামালপুরে ৩ কেন্দ্রে সংঘর্ষ : ৮০ রাউন্ড গুলি বর্ষণ


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ০৭ মে ২০১৬

জামালপুরের মাদারগঞ্জে ৩টি কেন্দ্রে ভোটকেন্দ্র দখল, জাল ভোট প্রদান এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮০ রাউন্ডের বেশি ফাঁকা গুলি বর্ষণ করেছে পুলিশ।

জানা গেছে, ভোটকেন্দ্র দখল করে সরকার দলীয় প্রার্থীর নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারার চেষ্টার সময় অন্য প্রার্থীর সমর্থকরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় মাদারগঞ্জের আদারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং কড়ইচুড়া ইউনিয়নের চরগুজামানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশ ৮০ রাউন্ডের বেশি ফাঁকা গুলি বর্ষণ করে।

এরআগে ভোট শুরুর আগেই ব্যালট পেপারে সিল দিয়ে রাখার অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধারপাড়া ইউনিয়নের দুইট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে আটক করা হয় এবং ওই ২টি কেন্দ্রের ভোটগ্রাহণ স্থগিত করা হয়েছে

শুভ্র মেহেদী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।