জামালপুরে সংঘর্ষে মেম্বার প্রার্থীসহ আহত ১০
জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার সাধুর পাড়া ইউনিয়নের ঠান্ডারবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ব্যালট পেপার ছিনতাইকে কেন্দ্র করে সংঘটিত এ সংঘর্ষে ১ মেম্বার প্রার্থীসহ দশ জন আহত হয়েছেন।
শনিবার দুপুর পৌনে ১২টার এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করেছে পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শুভ্রো মেহেদী/এফএ/এমএস