চাঁদপুরে একটি কলেজের পাস করেনি কেউ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৪

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সাতটি প্রতিষ্ঠানে মধ্যে একমাত্র ড. এম শামসুল হক মডেল কলেজ থেকে কেউ পাস করেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউসুল আজম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া এইচএসসি পরীক্ষায় ড. এম শামসুল হক মডেল কলেজের মানবিক শাখা থেকে আটজন এবং বিজ্ঞান শাখা থেকে দুজন পরীক্ষায় অংশ নেন। তবে কেউই পাস করতে পারেননি।

এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন পাটোয়ারী মোবাইলে একাধিকবার কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শরীফুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।