শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৪

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় দানা উপকূল অঞ্চলে আঘাত হানার পর থেকে আবহাওয়া প্রতিকূলে রয়েছে। সেই প্রভাবে সারদেশের ন্যায় শরীয়তপুরেও ঝোড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এতে নদীপথ উত্তাল রয়েছে। এ পরিস্থিতিতে নৌপথে দুর্ঘটনা এড়াতে বিকেল ৩টা থেকে চাঁদপুর-শরীয়তপুর ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, আবহাওয়া খারাপ হওয়ায় দুর্ঘটনায় এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল সচল করা হবে।

বিধান মজুমদার অনি/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।