সাবেক এমপি সালাম মুর্শেদীসহ ৩৫০ জনের বিরুদ্ধে মামলা
বিএনপি নেতা আজিজুল বারী হেলালের গাড়িবহরে বোমা হামলার ঘটনায় খুলনা-৪ আসনের সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদী ও তার স্ত্রীসহ ৩৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের অন্যরা সবাই তেরখাদা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী।
সোমবার (৪ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির সদস্য আজিজুল হাকিম বাদী হয়ে তেরখাদা থানায় মামলাটি করেন।
মামলায় উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর বাজার খেয়াঘাট এলাকায় ২০১৮ সালে কেন্দ্রীয় বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম ইমদাদুল হক বলেন, মামলায় ২০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হননি।
গত ১ অক্টোবর রাজধানী থেকে গ্রেফতার হন সাবেক এমপি সালাম মুর্শেদী। বর্তমানে অন্য মামলায় তিনি কারাগারে রয়েছেন।
আলমগীর হান্নান/এসআর/এমএস