নোয়াখালীর সদর উপজেলায় মনোয়নপত্র দাখিল


প্রকাশিত: ০৯:২৩ এএম, ১০ মে ২০১৬

৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর সদর উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীরা মনোয়নপত্র দাখিল করেছেন।

মনোনায়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার বেলা বেলা ১২টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৪৪ জন, সংরক্ষিত মহিলা মেম্বার ১০৫ জন ও মেম্বার পদে ৩০০ জন উপজেলা নির্বাচন কমিশনারের কাছে মনোনায়নপত্র জমা দেন।

প্রার্থীদের এ মনোনয়ন যাচাই-বাছাইয়ের জন্য ১২ মে এবং প্রত্যাহারের শেষ সময় ১৯ মে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
 
উল্লেখ্য, আগামী ৪ জুন সদর উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মিজানুর রহমান/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।