মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু


প্রকাশিত: ১২:০২ পিএম, ১০ মে ২০১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে পিয়ারা বেগম (৩৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পৌর এলাকার কুঠিবাড়ি কালিকাডোবা মোড়ে এ ঘটনা ঘটে।

পিয়ারা বেগম গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের নওগাঁ গ্রামের আইয়ুব আলীর স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পিয়ারা বেগম ও তার ছোট ভাই ফজলুল হক মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে গোবিন্দগঞ্জ শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে পৌরসভার কুঠিবাড়ি কলিকাডোবা এলাকায় স্পিডব্রেকার পার হওয়ার সময় হঠাৎ মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের উপর পড়ে পিয়ারা বেগম গুরুতর আহত হন। এরপর পিয়ারা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসা তাকে মৃত্যু ঘোষণা করেন।

অমিতাভ অপু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।