পাবনায় জামায়াতের ১৬ নেতাকর্মী আটক
নাশকতার আশঙ্কায় পাবনায় জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সিদ্দিকুর রহমান জানায়, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতা ঘটাতে পারে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সাঁথিয়া থেকে তিনজন, আতাইকুলা থেকে একজন, ঈশ্বরদী থেকে একজন ও পাবনা শহর এলাকা থেকে ১১ জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়েছে। এসময় বেশ কয়েকটি জিহাদি বই ও ব্যানার উদ্ধার করা হয়েছে।
একে জামান/এআরএ/এবিএস