হাতিয়ায় পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১০ মে ২০১৬

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ড়ের চরলটিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

মৃত মো. আরাফাত উদ্দিন (৬) ও মো. রিপাত উদ্দিন (৬) চরলটিয়া গ্রামের মো. সেলিম উদ্দিনের ছেলে। তারা দক্ষিণ চরলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র ছিল।

এ ঘটনায় তাদের মা ফেন্সি আকতার শিল্পী অসুস্থ হয়ে পড়েছেন।

মিজানুর রহমান/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।